logo

কটিয়াদীতে ২৪০ লিটার চোলাই মদ-ভদকাসহ আটক ৬

কিশোরগঞ্জের কটিয়াদী পাটপট্টি (সুইপার কলোনী) থেকে ২৪০ লিটার দেশীয় চোলাই মদ-ভদকাসহ ৬ জনকে আটক করেছেন র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা মদ-ভদকা বিক্রির নগদ ৪৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, মইনী রানী বাসফোর (২৫), মালতি বাসফোর (৪৮), মো. শাহিন মিয়া (৩৪), মো. মানিক মিয়া (২৭), মো. হিমেল মিয়া (২২) ও মো. রাজু মিয়া (২৩)।

তাদের মধ্যে মইনী রানী বাসফোর কটিয়াদী পাটপট্টি (সুইপার কলোনী) এর বিশু বাসফোরের স্ত্রী, মালতি বাসফোর মৃত সুরেশ বাসফোরের স্ত্রী, মো. শাহিন মিয়া কটিয়াদী পশ্চিমপাড়ার মৃত আশ্রব আলীর ছেলে, মো. মানিক মিয়া উপজেলার দড়িচড়িয়াকোনা এলাকার মৃত আলী হোসেন এর ছেলে, মো. হিমেল মিয়া একই এলাকার মো. সেলিম মিয়ার ছেলে এবং মো. রাজু মিয়া মৃত মজলু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে কটিয়াদী উপজেলার পাটপট্টি (সুইপার কলোনী) মইনী রানী বাসফোরের বসত ঘরে অভিযান চালানো হয়।

অভিযানে মইনী রানী বাসফোর, মালতি বাসফোর, মো. শাহিন মিয়া, মো. মানিক মিয়া, মো. হিমেল মিয়া ও মো. রাজু মিয়াকে দেশীয় তৈরী ২৩৭.৫ লিটার চোলাই মদ, ৩ বোতল কেরু এন্ড কো. এর  তৈরী দেশীয় মদ এবং মদ-ভদকা বিক্রির নগদ ৪৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে ও তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে