ফখর উদ্দিন ইমরানঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে নতুন করে আরো এক পরিবারের ৭ জনসহ ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২ মে পাঠানো ১১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায় । এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন মহিলা রয়েছেন। এরা হলেন – কটিয়াদী পূর্বপাড়া মহল্লার ব্যবসায়ীর পরিবারের ৭ জন, লোহাজুরী ইউনিয়নের আতুশাল পাড়া গ্রামের ১ জন, বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের ১ জন ও মসুয়া ইউনিয়নের আদমপুর গ্রামের ১ জন রয়েছেন। কটিয়াদী পূর্ব পাড়া মহল্লার ৭ জন করোনায় আক্রান্ত হওয়া একই পরিবারের নাঈম নামে এক যুবকের করোনা সনাক্ত হয়েছিল। এ নিয়ে কটিয়াদীতে মোট ২৩ জন করোনায় আক্রান্ত হলেন ।এদের মধ্যে ১২ জন স্বাস্থ্য কর্মী রয়েছেন। গত ১৮ এপ্রিলে পাঠানো ১৮ জনের নমুনা পরীক্ষা করে এ ৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এছাড়াও গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ হাসপাতালের ১জন ব্রাদার( নার্স) ও ১৭ এপ্রিল শুক্রবার কটিয়াদী হাসপাতালের ১ জন মেডিকেল অফিসারের শরীরেও করোনা শনাক্ত হয়েছিল। করোনায় আক্রান্ত ২৩ জনের মধ্যে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৮ জন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিষ্ট, ১ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ( স্যাকমো), ১ জন ব্রাদার ( নার্স) ও ১ জন অফিস সহকারী রয়েছেন।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আক্তারুন নেছা জানান, নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন ১০ জনের পজেটিভ আসায় করোনা সনাক্তের বাড়ীসহ আশে পাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
কটিয়াদীতে ১ পরিবারের ৭ জনসহ নতুন করে আরো ১০ জন করোনায় আক্রান্ত
প্রকাশ : May 04, 2020 | Comments Off on কটিয়াদীতে ১ পরিবারের ৭ জনসহ নতুন করে আরো ১০ জন করোনায় আক্রান্ত
