মাসুম পাঠান, কটিয়াদী থেকে-
কিশোরগঞ্জের কটিয়াদীতে হ্ম্রমপুত্র নদে গোসল করতে গিয়ে বালি উঠানোর গর্তে পড়ে সোমাইয়া আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন। সোমাইয়া আক্তার উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর গ্রামের লোকমান মিয়ার মেয়ে ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি শিশুর লাশ কাজিরচর বাজারের পূবর্ পাশে হ্ম্রমপুত্র নদে ভাসতে দেখে কটিয়াদী মডেল থানা খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। সোমাইয়ার বাবা লোকমান হোসেন লাশটি দেখে তার মেয়ের বলে নিশ্চিত করেন। মসূয়া ইউনিয়নের কাজিরচর ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম বেপারি জানান, মঙ্গলবার দুপুরে গোসল করতে শিশুরা হ্ম্রমপুত্র নদে নামলে বালি উঠানোর গর্তে তারা পড়ে যায় । গর্তের পাশেই ধানের জমিতে কর্মরত শ্রমিক আবুল কাসেম ও নুরুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে নদে ঝাপিয়ে পড়ে এলাকারবাসীর সহযোগীতায় মীম (১০), জীম (০৭), মুন্নী (০৬), রুমা (১০), সোমা (০৭), নিয়াশা (১০) রিফানা (১০) কে পানি থেকে উদ্ধার করে তীরে উঠালেও সোমাইয়া আক্তার (১২) কে খোঁজে পাওয়া যায়নি । এলাকার অগনিত মানুষ ডুব দিয়ে এবং জাল ফেলে সন্ধা পর্যন্ত চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি। বুধবার সকালে কাজিরচর বাজারের পাশে হ্ম্রমপুত্র নদে তার লাশ পাওয়া যায়। মীম ও রিফানার অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মীমের অবস্থা উন্নতি না হওয়ায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কটিয়াদী মডেল থানার এসআই মো. আ. মতালিব জানান নদে গোসল করতে গিয়ে সোমাইয়া আক্তার পানিতে ডুবে মারা যাবার পর বুধবার সকালে নদে ভেসে উঠে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কটিয়াদীতে হ্ম্রমপুত্র নদে বালি উঠানোর গর্তে পড়ে শিশু নিহত আহত ৭
প্রকাশ : May 03, 2017 | Comments Off on কটিয়াদীতে হ্ম্রমপুত্র নদে বালি উঠানোর গর্তে পড়ে শিশু নিহত আহত ৭
