logo

কটিয়াদীতে হেফাজতের ঘটনায় মসজিদের ইমাম গ্রেফতার


কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে হেফাজতে ইসলামের ডাকা হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মাওলানা তওহিদুল ইসলাম ( ৩৭) নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ । তাওহিদুল ইসলাম উপজেলার বেড়িবাঁধ বীর নোয়াকান্দী জামে মসজিদের ইমাম ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলংকা গ্রামের মো. আব্দুর রহমানের পুত্র।
গত ২৮ মার্চ রোববার কটিয়াদী পৌর সদরের ভোগপাড়া এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ১১ পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিন হাজার জনের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
কটিয়াদী মডেল থানার ওসি এস. এম শাহাদাত হোসেন জানান, ভিডিও ফুটেজে মাওলানা তওহিদুল ইসলামকে হেফাজতের ঘটনায় সম্পপৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। হেফাজতের ঘটনায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের লোকজন ও তার সমর্থকরা বিনা উসকানিতে পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় আমিসহ কটিয়াদী মডেল থানার ১১ জন পুলিশ আহত হয়। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে