মাসুম পাঠান, কটিয়াদী থেকে
স্কুল থেকে ফিরে মাকে ভাত দেয়ার কথা বলে টিভির ডিস লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে সেবক লস্কর (১৫) নামের এক স্কুল ছাত্র। সেবক লস্কর কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার বেথইর মহল্লার ওমান প্রবাসী ফারুক লস্করের ছেলে ও কটিয়াদী পাইলট মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর সেবক বাড়ি ফিরে মাকে বলে ভাত দিতে বলে। স্কুল বেগ রেখে সে ডিস লাইনের জেক টিভিতে লাগানোর সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। মা ভাত নিয়ে এসে ছেলের এ অবস্থা দেখে চিৎকার শুরু করে। স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদে সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। কটিয়াদী পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন, সেবক লস্কর অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুর সংবাদ শুনে মর্মাহত হয়েছি।
কটিয়াদীতে স্কুল থেকে ফিরে ভাত খাওয়া হলো না সেবকের
প্রকাশ : Apr 20, 2017 | Comments Off on কটিয়াদীতে স্কুল থেকে ফিরে ভাত খাওয়া হলো না সেবকের
