logo

কটিয়াদীতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপকসহ ৮ কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদীতে সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. দুলাল মিয়া সহ ৮ জন কর্মকর্তা প্রাণঘাতী কোভিড/১৯ এ আক্রান্ত হয়েছেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ দিনে সোনালী ব্যাংকের অন্য আক্রান্তরা হচ্ছেন মো. আবুল কাশেম, সুমন কুমার দে, মোহাম্মদ সানা উল্লাহ , ফারজানা পারভীন , মো. দেলোয়ার হোসেন, মো. নুরুল ইসলাম ও কমল কিশোর চক্রবর্তী।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. দুলাল মিয়া জানান, বুধবার রাতে স্বাস্থ্য বিভাগ থেকে মোবাইল মেসেজের মাধ্যমে আমি পজেটিভ হওয়ার বিষয়টি জেনেছি। বর্তমানে আমার সর্দি কাশি ও জ্বর রয়েছে। এখন আমি চিকিৎসাধীন রয়েছি। করোনা থেকে আরোগ্যের জন্য আমি সকলের নিকট দোয়া কামনা করছি।
তিনি আরো বলেন, আমিসহ আমার ব্যাংকের ৮ জন কর্মকর্তা আক্রান্ত হওয়ায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য,কটিয়াদী উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত ১৮১ জন আক্রান্ত, সর্বমোট ১৬১ জন সুস্থ এবং ২ জন মৃত্যুবরন করেছেন। বর্তমানে উপজেলায় ১৮ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে