কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাইফুল ইসলাম বগু মিয়া (৬০) নামে এক আওয়ামীলীগ নেতা ও মসজিদ কমিটির সভাপতিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসি দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার সকাল ১১টার দিকে কটিয়াদী উপজেলাধীন চান্দপুর ইউনিয়নের ভাংনাদী গ্রামে বগুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী, পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাইফুল ইসলামের স্ত্রী মোছা. দেলোয়ারা খাতুন, ছেলে মোজাম্মেল হোসেন, খোকন মিয়া, চান্দপুর ইউনিয়ন পরিষদের ভাংনাদী ওয়ার্ডের সদস্য মল্লিক মিয়া। সমাজসেবক শিবলু মিয়া, ফরিদ মিয়া, আলী আকবর প্রমুখ। বক্তাগণ হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবী করেন।

উল্লেখ, গত ২৪ জুলাই শুক্রবার সন্ধায় পারিবারিক কলহের জেরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পূর্ব ভাংনাদী জামে মসজিদ কমিটির সভাপতি ও ভাংনাদী বগুর বাজারের প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম বগুকে প্রতিপক্ষরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় উভয় পক্ষ তাদের প্রতিপক্ষের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। নিহতের স্ত্রীর দেলোয়ারা খাতুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ জনের নামে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নৃশংস হত্যাকান্ডটি ঘটার পর ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।