ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে নতুন করে ১ পরিবারের ৭ জনসহ আরো ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। ১৪ জুন রোববার রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গত ৮,১১ ও ১২ জুনে পাঠানো ২০ টি নমুনার মধ্যে ১৪ জনের পজেটিভ এবং ৬ জনের নেগেটিভ সনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত ১৪ জনের মধ্যে কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার একজন সাংবাদিকসহ তার পরিবারের ৭ জন, পূর্বপাড়া মহল্লায় ২ জন, ভোগপাড়া মহল্লায় ১ জন, ভরাদিয়ায় ১ জন, মসুয়া ইউনিয়নে স্বাস্থ্যকর্মী ১ জন, করগাঁও ইউনিয়নে ১ জন ও কটিয়াদী উপজেলা সংলগ্ন বাজিতপুরের ১ জন এনজিওকর্মী রয়েছেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান ঘটনাপ্রবাহকে জানান নতুন আক্রান্তসহ কটিয়াদী উপজেলায় সর্বমোট ৫১ জন করোনায় আক্রান্ত হলেন।আক্রান্ত ৫১ জনের মধ্যে ১ জন মৃত ব্যক্তি রয়েছেন। এ ছাড়া উপজেলায় ১২ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি আরও বলেন কটিয়াদী উপজেলায় নতুন করে ১৪ জন আক্রান্ত হওয়ায় উপজেলা প্রশাসনের সাথে পরামর্শ করে আক্রান্ত এলাকা লক ডাউন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।