স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনএন বাংলা টিভি ও দৈনিক দেশসংবাদ প্রতিনিধি মাইনুল হক মেনুর পিতা রইছ উদ্দিনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে কটিয়াদী এতিমখানা (ফেকামারায়) হাফেজ মাও. আঃ ছাত্তার, হাফেজ মাও. মো. আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মা. মো. দ্বীন ইসলামের নেতৃত্বে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে সন্ধ্যায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাধারন সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. ফখর উদ্দিন ইমরান, সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রফিকুল হায়দার টিটু, দৈনিক নওরোজ প্রতিনিধি নজরুল ইসলাম মজিব, সহ-সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক, সিএনএন বাংলা টিভি ও দৈনিক দেশসংবাদ প্রতিনিধি মাইনুল হক মেনু, সহ-সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি মো. এখলাছ উদ্দিন, দপ্তর সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মাসুম পাঠান, প্রচার সম্পাদক ও কেটিভি বাংলার প্রতিনিধি আতিকুর রহমান কাজিন, কিশোরগঞ্জ নিউজ টিভির শাওন পারভেজ, এমদাদুল হক মিলন, মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা।
কটিয়াদীতে সাংবাদিক মেনুর পিতার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন
প্রকাশ : Jan 26, 2021 | Comments Off on কটিয়াদীতে সাংবাদিক মেনুর পিতার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন
