ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক।
কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক এবং তার পরিবারের সদস্যসহ সর্বমোট ৪৭ জন করোনা মুক্ত এবং নতুন করে আরো দুই জন কোভিড /১৯ এ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাংবাদিকসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। গত শনিবার (৪ জুলাই) কটিয়াদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান ঘটনাপ্রবাহকে এসব তথ্য নিশ্চিত করেন। গত ১, ২ এবং ৩ জুলাই পাঠানো ( আংশিক) নমুনা পরীক্ষার রিপোর্টের ফলাফলে নতন করে আরো ২ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে ১ জনের বাড়ি কটিয়াদী পূর্বপাড়া মহল্লায় এবং অপর জনের বাড়ি পাকুন্দিয়া উপজেলার বরুদিয়া ইউনিয়নে। এ নিয়ে উপজেলায় সর্বমোট ৯৬ জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে করগাঁও ইউনিয়নের তরুণ ভূঁইয়া(৩০) নামে ১ জনের মৃত্যু হয়েছে।
নতুন করোনা মুক্ত সাংবাদিক পরিবারের সদস্যরা হলেন, দৈনিক সংবাদ পত্রিকার কটিয়াদী উপজেলা সংবাদদাতা প্রিয় লাল রায়, সাংবাদিক পত্নী গায়ত্রী রায়, দেবাশীষ রায় পার্থ (৪৬), বাসনা রায় বৃষ্টি(৩৭), প্রশান্ত রায়, সাংবাদিক নাতনী হিয়া রায় ও পিউ রায়। এ নিয়ে কটিয়াদী উপজেলায় ১১ জন স্বাস্থ্যকর্মীসহ সর্বমোট ৪৭ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
ডাঃ তানভীর হাসান বলেন, আক্রান্ত রোগীর ২য় নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় এবং পর পর তিনদিন কোন করোনা উপসর্গ না থাকায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে।