logo

কটিয়াদীতে সহকারী কমিশনার (ভূমি) করোনায় আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক।।ঘটনাপ্রবাহ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্র্যাট মো. আশরাফুল আলম ও মো. এমদাদুল ইসলাম নামে এক অগ্রনী ব্যাংক কর্মকর্তা প্রাণঘাতী কোভিড /১৯ এ আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) দুপুরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. তানভীর হাসান ঘটনাপ্রবাহকে বিষয়টি নিশ্চিত করেছেন । গত ২৪ জুলাই পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টের ফলাফলে এসিল্যান্ড ও ব্যাংক কর্মকর্তার দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়।
কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ঘটনাপ্রবাহকে জানান, গত রোববার রাতে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় আমার করোনা রিপোর্ট পজেটিভ শনাক্ত হয়েছে। তাই মহান আল্লাহপাক যেন আমাকে সুস্থ করে দেন সেই জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি।
এ নিয়ে উপজেলায় সর্বমোট ১১২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ৩ দিনে উপজেলার চারিপাড়া গ্রামের আ. মান্নান (৬২), লোহাজুরী ইউনিয়নের আলকাছ মিয়া(৫০), করগাঁও ইউনিয়নের বেলায়েত হোসেন (৩২) ও কটিয়াদী পৌর সভার বীর নোয়াকান্দি মহল্লার আব্দুল মান্নান (৪০)সহ ৪ জন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় স্বাস্থ্যকর্মীসহ মোট ১০১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে উপজেলায় ১০ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে