কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) সাবিনা আক্তারের বিরুদ্ধে সরকারি ভাবে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার কার্ড ও ঘর প্রদানের নামে শতাধিক অসহায় মানুষের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে জালালপুর ইউনিয়নের আনন্দ বাজারে রাস্তার দু’পাশে শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। ইউপি সদস্য সাবিনা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া লিটন, সমাজ সেবক নাহার পাশা, স্থানীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মিশু, আ.লীগনেতা মোহাম্মদ বাচ্চু মিয়া, ভুক্তভোগী নার্গিস আক্তার, ভুক্তভোগী পরী বানু, ভুক্তভোগী জামেনা আক্তার প্রমুখ।
মানববন্ধন শেষে জালালপুর আনন্দ বাজারের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
কটিয়াদীতে সরকারি সহায়তা প্রদানের নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : Aug 26, 2020 | Comments Off on কটিয়াদীতে সরকারি সহায়তা প্রদানের নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন
