logo

কটিয়াদীতে সরকারি চাল বিক্রির অভিযোগে ডিলারসহ ব্যবসায়ী আটক

মাসুম পাঠানঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৯ বস্তা সরকারি চাল বিক্রি করার অভিযোগে সেবা এন্টারপ্রাইজের সত্তাধিকারি নিখিল চন্দ্র সরকার (৫৫) নামে এক চাল ডিলার ও নাছির উদ্দিন (৪৫) নামে ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতের প্রথম প্রহরের তিনটার দিকে উপজেলার করগাঁও এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম.এ জলিলের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। অভিযানের সময় কটিয়াদী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মো. শফিকুল ইসলাম, গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আরিফুল ইসলাম, বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রর পরিদর্শক সুমন সরকার, করগাঁও ইউপি চেয়ারম্যান শরাফত উদ্দিন লস্কর পারভেজ উপস্থিত ছিলেন।
আটককৃত চালের ডিলার নিখিল চন্দ্র সরকার উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলিপাড়া গ্রামের মৃত হারাধন চন্দ্র সরকারের পুত্র এবং অপর আটকৃত ব্যবসায়ী একই উপজেলার ধূলদিয়া সহশ্রাম ইউনিয়নের বাঘজুরকান্দি গ্রামের মৃত আব্দুল হাই এর পুত্র নাছির উদ্দিন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম.এ জলিল  জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল ডিলার বিক্রি করে দিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে করগাঁও বাজারে অভিযান চালানো হয়। করগাঁও বাজারের একটি গুদাম থেকে ৫০ কেজির ৩৪ বস্তা ও ৩০ কেজির ৪ বস্তা চালসহ মোট ৩৯ বস্তা চাল বিক্রির প্রমান পাওয়া যায়। পরে ডিলার নিখিল চন্দ্র সরকার ও গুদাম মালিক ব্যবসায়ী মো. নাসির উদ্দিনকে আটক করা হয়। ইতিপূর্বে পাকুন্দিয়া উপজেলার রাসেল মিয়া নামে একজন নাছির উদ্দিনের নিকট হতে ৩৪ বস্তা চাল ক্রয় করে নিয়েছে। এসময় ফারুক মিয়া নামে একজন পালিয়ে যায়। এ ঘটনায় ডিলার নিখিল চন্দ্র সরকার, ব্যবসায়ী নাছির উদ্দিন, রাসেল মিয়া ও ফারুক মিয়ার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে