মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে তাকে ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মানিকখালী রেলস্টেশনের দক্ষিণে রেলব্রিজের পাশে।
শুক্রবার সকালে এলাকাবাসী লাশটি দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, আজ সকালে অজ্ঞাত নামা এক যুবকের মৃতদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে আমরা লাশটি উদ্ধার করেছি। ধারনা করা হচ্ছে ট্রেন থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কটিয়াদীতে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ, সন্দেহ ট্রেন থেকে ফেলে হত্যা
প্রকাশ : May 05, 2017 | Comments Off on কটিয়াদীতে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ, সন্দেহ ট্রেন থেকে ফেলে হত্যা
