logo

কটিয়াদীতে রাস্তা পারাপারের সময় পিকআপ চাপায় বৃদ্ধের মৃৃত্যু


কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা পারাপারের সময় পিকআপের চাপায় মো. হাইছু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলা সদরের প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. হাইছু মিয়া কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া মহল্লার কাহেতেরটেকির মৃত মো. রহিছ উদ্দিনের পুত্র।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বোয়ালিয়া কাহেতারটেকি থেকে হাইছু মিয়া তার শ্বশুর বাড়ি পৌরসভার কামারকোনা মহল্লায় এক ধর্মীয় মাহফিল করার জন্য আসে। পরে বিকালে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের কাছে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত পিকআপ গাড়ি পিছন ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে