logo

কটিয়াদীতে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ

রফিকুল ইসলাম, কটিয়াদী থেকে

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের কটিয়াদী উপজেলাধীন আচমিতা ইউনিয়নের পাইকসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সু-সজ্জিত শ্রেণী কক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান  অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুনের সভাপতিত্বে সহকারী শিক্ষক ও স্বজন মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী রিপোর্টার্স কাবের সভাপতি, স্বজনের প্রধান পৃষ্টপোষক যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর । বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা সাংবাদিক রফিকুল হায়দার টিটু,  স্বজন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন, স্বজনের উপজেলা শাখা সহ-সভাপতি ও ডেল্টা লাইফ ইন্সুরেন্স এর কটিয়াদী শাখা ম্যানেজার আব্দুল মান্নান স্বপন, স্বজনের কটিয়াদী উপজেলা শাখা সাধারণ সম্পাদক মাসুম পাঠান, স্বজন ও এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আচমিতা ইউপি সদস্য মো. কাজল মিয়া, সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা এ কে এম মুর্শেদ সজিব,  আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আ. ছাত্তার, দলিল লেখক রুহুল আমীন সরকার। উপস্থিত ছিলেন পাইকসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক ছাইদুর রহমান আকন্দ ও তানিয়া সুলতানা, পল্লী চিকিৎসক রাজিব আহম্মেদ, মুশফিকুর রহমান, ছাত্রনেতা সোহাগউজ্জামান, মনির হোসেন, নবী হোসেন, রিফাত প্রমুখ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের ৩৮ জন পিএসসি পরীক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে