মাসুম পাঠান, স্টাফ রিপোর্টার:
দৈনিক যুগান্তর ১৮ বছরে পদার্পন উপলক্ষে বুধবার বিকেলে কটিয়াদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি এ.কে. এম ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আ. ওয়াহাব আইন উদ্দিন। বিষেশ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও কটিয়াদীর কলেজের সাবেক ভিপি মোঃ গিয়াস উদ্দিন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিক বেণী মাধব ঘোষ, কটিয়াদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ব্রজ গোপাল বণিক, কটিয়াদী কলেজের অধ্যাপক মোয়াজ্জল হোসেন, অধ্যাপক এস এম জহুর আলী, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যাপিকা দিপা বর্মন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মন, কটিয়াদী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. সাজিম উদ্দিন, স্যানেটারি সহযোগী মনিরুজ্জামান মনির, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ফখর উদ্দিন ইমরান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. মোবারক হোসেন, দৈনিক দিনকাল প্রতিনিধি মাইনুল হক মেনু, দৈনিক নওরোজ প্রতিনিধি নজরুল ইসলাম মজিব, দৈনিক সারাদিন প্রতিনিধি দর্পন ঘোষ, দৈনিক ঘটনা প্রবাহ প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক সকালের দুনিয়া মাসুম বিল্লাহ তাহের, কটিয়াদী কলেজের সাবেক এজিএস মো. রুহুল আমিন রেনু, কিশোরগঞ্জ সুহৃদ সমাবেশ বিতর্ক সোসাইটির সাধারণ সম্পাদক রকিবুল হান্নান মিজান, অধ্যক্ষ মোজাফফর উদ্দিন আহম্মদ স্মৃতি সংসদের আহবায়ক বদরুল আলম নাঈম, মাতৃছায়া মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম বিল্লাল, নরিন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক শফিউল আলম রিপন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগ নেতা আতিকুর ইসলাম জুয়েল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান নাঈম। আলোচনা ও কেক কাটার পর উপজেলা সড়কে এক বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।
কটিয়াদীতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ : Feb 01, 2017 | Comments Off on কটিয়াদীতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
