কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি মাসুম পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ আমজাদ হোসেন, কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন , কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সভাপতি রফিকুল হায়াদর টিটু, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক মেনু, সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ তাহের, ডেলটা লাইফ ইন্সুরেন্স ম্যানেজার আব্দুল মান্নান স্বপন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শামীম মিয়া, সহ-সভাপতি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও খায়রুল ইসলাম, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ দর্পণ ঘোষ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান কাযিন প্রমুখ।