কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন। শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহের কর্ম পরিকল্পনা তুলে ধরে মৎস্য কর্মকর্তা বলেন, করোনা মহামারীর কারণে স্বাস্থ্য বিধি অনুসরণ করে প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩শত৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে। তাছাড়া মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ব্যাপক প্রচারনা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মাছ চাষিদের বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, মৎস্য চাষে বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন মত বিনিময় সভায় অত্র এলাকায় মৎস্য চাষে ক্ষতির দিক তুলে ধরে আরও বলেন, অনেক মৎস্যচাষীকে দেখা যায় পুকুরের উপর মুরগীর শেড নির্মান করে মুরগীর বিষ্টাকে মাছের খাবার হিসাবে ব্যবহার করেন। এতে মানব দেহে যেমন ক্ষতিকর প্রভাব পড়ছে, পরিবেশের ভারসাম্যও মারাত্মক ভাবে ক্ষতির মুখে পড়ছে। জনসচেতনতা তৈরী করে এ থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে ভাল মাছ উৎপাদনের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে।
কটিয়াদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রকাশ : Aug 28, 2021 | Comments Off on কটিয়াদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
