নিজস্ব প্রতিবেদক।।ঘটনাপ্রবাহ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের ( বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মো. মুখলেছুর রহমান সরকার বিনা প্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কমিটি গঠনের লক্ষে ৮ টি পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করা হলে প্রতিটি পদে ১ জন করে মনোনয়ন ফরম জমা দেয়ায় সভাপতিসহ ৮ জনই বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন।
সোমবার দুপুরে কটিয়াদী বিআরডিবি মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা সমবায় পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিতদের নাম ঘোষনা করেন। সভাপতি – মো. মুখলেছুর রহমান, সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, পরিচালক ( সদস্য) – সাইফুল্লাহ জামান সরকার, মো. হাবিবুর রহমান, নুরুল ইসলাম ফরাজী, মো. ফজলুর রহমান, মো. লিয়াকত আলী ও মো. এনামুল হক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চারিপাড়া কৃষক সমবায় সমিতির সদস্য মো. আব্দুল বারিকের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল, উপজেলা সমবায় কর্মকর্তা সাজ্জাদ হোসেন খাঁন, বিআরডিবির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, সিরাজ উদ্দিন বকুল, মো. চাঁন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শফিকুল ইসলাম বিল্লাল।
কটিয়াদীতে মুখলেছুর রহমান বিআরডিবি সভাপতি নির্বাচিত
প্রকাশ : Jul 14, 2020 | Comments Off on কটিয়াদীতে মুখলেছুর রহমান বিআরডিবি সভাপতি নির্বাচিত
