logo

কটিয়াদীতে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ৮ জনকে জরিমানা

মো. আবু নাঈমঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাস্ক ছাড়া অযথা বাহিরে ঘোরাফেরা করায় ৮ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছেন কটিয়াদী উপজেলা সহকারীকমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
জানা যায়, সোমবার কটিয়াদিতে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে, অব্যাহত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কটিয়াদী উপজেলার বেতাল এবং মুগদিয়া বাজারে মাস্ক ছাড়া অযথা বাহিরে ঘোরাফেরা করায় ৮ জনকে জরিমানা করে তা আদায় করেন। তাছাড়া জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে, অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা না করতে পরামর্শ দেন। ভ্র্যাম্যমান আদালত কটিয়াদী বাসস্ট্যান্ড ও কটিয়াদী বাজারে দুধ মহাল পরিদর্শন করে রমজানে অহেতুক দুধের মূল্য বৃদ্ধি না করার নির্দেশ প্রদান করেন। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রতিনিয়তই নিয়মিত কার্যক্রম অব্যাহত রেখে জনগনকে সচেতন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। এ সময় কটিয়াদী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল ও কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্যরা।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে