logo

কটিয়াদীতে মধু সংগ্রহ করার সময় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

ফ.হ জোয়ারদার আলমগীর

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিম গাছ থেকে চাক ভেঙে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির কামড়ে সবুজ মিয়া ( ৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝকাালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া উপজেলার চর নোয়াকন্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, চর নোয়াকন্দি গ্রামের সবুজ মিয়া মধু সংগ্রহ করতে পার্শ্ববর্তী চরঝাকালিয়া গ্রামের ফরেস্টারের বাড়িতে একটি নিম গাছে মৌ মাছির চাকের সন্ধান পেয়ে তিনি চাক ভেঙে মধু সংগ্রহ করতে যান। সবুজ মিয়ার অপর সঙ্গী গাছে উঠলে তিনি মধু রাখার সরঞ্জাম নিয়ে নীচে দাড়িয়ে ছিলেন। এমতাবস্থায় চাকটি ভেঙে মধু সংগ্রহ করার সময় অসতর্কতা বশতঃ চাকের একটি বড় অংশ সবুজ মিয়ার মাথায় ভেঙে পড়ে। আর মুহুর্তেই শত-শত মৌমাছি তাকে কামড়াতে থাকে এবং মৌমাছির বিষক্রিয়ায় তিনি জ্ঞান হারান।
তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জালালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাপ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান
আজ চাক ভাঙার সময় মৌমাছির কামড়ে সবুজ মিয়ার মৃত্যু হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে