ফখর উদ্দিন ইমরান
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোস্তাকুর রহমান, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী সবুজ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, সমাজ সেবা কর্মকর্তা মইনুর রহমান মনির প্রমুখ। সভায় আইন-শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্য বিবাহ, মিড-ডে মিল, শিা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করা হয়।