কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যন মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা. পংকজ দাস, উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম, কটিয়াদী বাজার বনিক সমিতির আহবায়ক গোলাম মস্তোফা প্রমুখ।