logo

কটিয়াদীতে ভূয়া নারী ম্যাজিস্ট্রেটসহ তিনজন আটক

আতিকুর রহমান কাযিন

কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনা ভাইরাস সতর্কতায় ফার্মেসী  অপরিষ্কার রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে প্রতারণার সময় এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ওই তিন প্রতারককে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন ঢাকার উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকার অজয় চন্দ্রন ব্যানার্জির কন্যা সাবরিন সুলতানা এ্যানি। সে নিজেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেয়। কটিয়াদী উপজেলার চাতল গ্রামের মনসুর উদ্দিনের পুত্র এস এম আব্বাস, একই উপজেলার রাসেল।  তবে তাদের কাছ থেকে মানবাধিকার কর্মীর পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।
প্রত্যদর্শীরা জানান, কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় মো. ইসরাইল নামের একজন ফার্মেসী দোকানে প্রবেশ করে ওই প্রতারকচক্রের তিনজন।
চলমান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেন দোকান অপরিষ্কার রাখল সে জন্য দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করে প্রতারকদের ওই ভ্রাম্যমাণ আদালত। এলাকার সহজ-সরল ও নিরীহ দোকানদার ইসরাইল তিন হাজার টাকা দিতে ব্যর্থ হলে তাকে পুলিশি ভয় দেখায় প্রতারকচক্র। পরে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাতাড়ি কথা বলতে শুরু করে। পরে স্থানীয় উত্তেজিত জনতা তাদের আটক করে পুলিশে দেয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই দোকানী মো. ইসরাইল  বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তাদের সকলকে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে