কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহী বাসের ভাড়ার মূল্য তালিকা না থাকায় ৪ বাস কাউন্টার কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম কটিয়াদী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
এতে যাতায়াত পরিবহন, অনন্যা সুপার, উজান ভাটি পরিবহন বাস কাউন্টার কে ৫ হাজার টাকা করে ১৫ হাজার ও শ্যামল ছায়া পরিবহন কে ২ হাজার টাকা সহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
কটিয়াদী বাসস্ট্যান্ডে বাস কাউন্টার গুলোতে ভাড়ার মূল্য তালিকা না রেখে তাদের কার্যক্রম চলছিল। যাত্রীরা কোথায় কত টাকায় যাতায়াত করবেন তার তালিকা জনসম্মুখে টানানোর কথা থাকলেও কাউন্টারগুলোতে এ ধরনের কোনো তালিকা ছিলোনা। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।