মাসুম পাঠান কটিয়াদী থেকে:
কটিয়াদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে “জয়িতা অম্বেয়ণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অসুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে শনিবার উপজেলা পরিষদ মিলনআয়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা বেগম। বক্তব্য রাখেন সফল জননী জয়িতা আম্বিয়া খাতুনের সন্তান সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, মসূয়া ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস আলী, সাংবাদিক সারোয়ার হোসেন শাহিন, প্রাথমিক শিক্ষক সমিতির সধারন সম্পাদক মাহবুবুর রহমান, সফল জননী জয়িতা আম্বিয়া খাতুন, জয়িতা নওরিন সুলতানা, জয়িতা মিনা আক্তার, জয়িতা নাদিরা বেগম ও জয়িতা লিজা আক্তার। আলোচনা শেষে নির্বাচিত পাঁচ জন জয়িতাকে সম্বননা ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতা আম্বিয়া খাতুন, মিনা আক্তার ও নওরিন সুলতানা কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ও নির্বাচিত হন।
কটিয়াদীতে বেগম রোকেয়া দিবস উপযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা
প্রকাশ : Dec 10, 2016 | Comments Off on কটিয়াদীতে বেগম রোকেয়া দিবস উপযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা
