logo

কটিয়াদীতে বসত ঘরে প্রবাসীর স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবিনা আক্তার (২০) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে কটিয়াদী পৌরসভার কমরভোগ এলাকায় বসত ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্বার করে পুলিশ।
নিহত সাবিনা আক্তার পৌরসভার কমরভোগ গ্রামের ফুলু মিয়ার কন্যা ও সৌদি প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে মা-বাবার বসত ঘরের সংযুক্ত বারান্দার ছোট্ট কক্ষে সাবিনা আক্তার ঘুমাতে যায়। সকালে সাবিনার বাবা নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে দেখে মেয়ের কক্ষের দরজা খোলা। ঘরের দরজা খোলা দেখে তার বাবা ফুল মিয়া সাবিনা সাবিনা বলে ডাকতে ডাকতে তার কক্ষে প্রবেশ করে। মেয়ে উপর হয়ে শুয়ে আছে ভেবে তার পায়ে ধরে টান দিতেই রক্তাক্ত বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পিতার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে।
গ্রামবাসী পুলিশকে সংবাদ দিলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহতের পিতা ফুল মিয়া জানান, আমার চার মেয়ের মধ্যে সাবিনা সবার ছোট। অন্য মেয়েদেরকে দূরে বিয়ে দেওয়ায়। ছোট মেয়ে সাবিনাকে আমার বড় ভাইয়ের ছেলে সৌদি প্রবাসী দ্বীন ইসলামের সাথে ৩ বছর পূর্বে বিয়ে দেই। বড় ভাই ও আমার ঘর একই আঙিনায়। গতকাল সাবিনা আমার বসত ঘরের বারান্দার ছোট কক্ষে ঘুমিয়ে ছিল। আমার মেয়েকে কে বা কারা হত্যা করেছে তা খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

কটিয়াদী মডেল থানার ওসি এম,এ জলিল বলেন, নিহতের মোবাইল ফোনের সর্বশেষ কল লিস্টের তথ্য উদঘাটন করলে হয়তো প্রকৃত রহস্য বের হয়ে আসবে। নিহত সাবিনা নিজেই দরজা খুলেছিল না কি কোন দুর্বৃত্ত পূর্বে থেকে পরিকল্পিত ভাবে এ হত্যা কান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীকে সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে