মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে বোরহান উদ্দিন (১৭) নামের এক যুবকে মাদকদ্রব্য সেবন করিয়ে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। বোরহান উদ্দিন উপজেলার আদমপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র । তিনি কটিয়াদী বাজারে র্দজির কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় বুধবার রাতে কটিয়াদী বাজারে ভগ্নিপতি সবুজ মিয়ার র্দজির দোকান হতে কাজ শেষে রাত ১২ টার পর বাড়িতে যাওয়ার সময় তার কয়েক জন বন্ধু ডেকে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে যায় । সেখানে তাকে মাদকদ্রব্য সেবন করিয়ে হত্যাকরে পানিতে ফেলেদেয়। বন্ধুরাই তাকে পানি থেকে উঠিয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালে রেখে বন্ধুরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে কটিয়াদী মডেল থানার পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন ।
বোরহান উদ্দিনের ভগ্নিপতি সবুজ মিয়া বলেন, ঈদ উপলক্ষে কাজের চাপ বেশী থাকায় রাত ১২টা পর্যন্ত দোকানে কাজ শেষে সে বাড়ি ফিরছিল। কিছুক্ষণ পড়ে এ ঘটনা শুনে হাসপাতলে ছুটে যাই। ধারণা করা হচ্ছে বন্ধুদের সাথে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে থাকতে পারে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তপন কুমার দত্ত জানান অজ্ঞাত নামা কয়েক জন যুবক বুধবার রাত ১টার সময় বোরহান উদ্দিনের মৃত লাশ হাসপাতালে নিয়ে আসলে আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরিনা তৈয়ব থানায় খবর দিলে লাশ রেখে তারা পালিয়ে যায়।
কটিয়াদী মডেল থানার ওসি জাকির রব্বানী জানান, ঘটনাস্থল ব্রহ্মপুত্র নদের তীর হতে ব্যবহৃত মাদকদ্রব্য পেয়েছি । বোরহানের বন্ধুরা ঘটনার পর থেকে নিখোঁজ থাকায় তাদের কে সন্ধেহ করা হচ্ছে। এদের কাউকে গ্রেফতার করতে পারলেই সঠিক তথ্য বের হয়ে আসবে।
কটিয়াদীতে বন্ধুদের হাতে বন্ধু হত্যার অভিযোগ
প্রকাশ : Jun 15, 2017 | Comments Off on কটিয়াদীতে বন্ধুদের হাতে বন্ধু হত্যার অভিযোগ