মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের উদ্যোক্তা তাহজীবুল ইসলাম লাবীবের সভাপতিত্বে আতিকুল ইসলাম উৎসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল বাশার ,মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল কাদির, বন্ধন ফাউন্ডেশনের সদস্য রাফিন মুক্তাদির। অনুষ্ঠানে শতাধিক অসহায় লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের বন্ধন ফাউন্ডেশনের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন অভিজিৎ, আজহার, পাভেল, নবজিৎ, রাফি, আদর, সাইফ, রাকিব, নকিব, অভিক, রাকিবুল, হৃদয়, মাসুম, নাহিয়ান প্রমুখ।