ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের বাসিন্দা লাল মিয়া (৫০) ও তার একটি গাভীসহ বজ্রপাতে প্রাণ হারানো পরিবারকে নগদ আর্থিক সাহায্য প্রদান করেন যুগান্তর স্বজন সসমাবেশ কটিয়াদী উপজেলা শাখা। শুক্রবার বিকালে বজ্রপাতে নিহত লাল মিয়ার বাড়িতে আর্থিক সহযোগীতা প্রদান ও পরিবারের লোকজনদের খোঁজখবর নিতে তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো চিফ ও যমুনা টিভির জেলা প্রতিনিধি এটিএম নিজাম, যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি ও যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, স্বজনের উপজেলা শাখার সহ-সভাপতি ও সাংস্কৃতিক কর্মী ওবায়দুল্লাহ আকন্দ ভুবন , সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি মাসুম পাঠান, স্বজন ও এম,এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক( আইসিটি) মো. রফিকুল ইসলাম, স্বজন মো. নবী হোসেন সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য বৃহস্পতিবার ( ১৫ মে) বিকালে কৃষক লাল মিয়া পার্শ্ববর্তী উঠা বিল হতে গাভী বাড়িতে আনতে গেলে বজ্রপাতের কবলে পড়ে গাভিসহ তিনি প্রাণ হারান। পারিবারিক সূত্রে জানা যায় নিহত লাল মিয়ার স্ত্রী, ৫ কন্যা ও ১ ছেলে রয়েছে। লাল মিয়ার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কটিয়াদীতে বজ্রপাতে নিহত লাল মিয়ার অসহায় পরিবারে সহযোগীতার হাত বাড়ালেন যুগান্তর স্বজন সমাবেশ
প্রকাশ : May 15, 2020 | Comments Off on কটিয়াদীতে বজ্রপাতে নিহত লাল মিয়ার অসহায় পরিবারে সহযোগীতার হাত বাড়ালেন যুগান্তর স্বজন সমাবেশ
