কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে আদমপুর সমাজ উন্নয়ন ও সেবা রক্তদান ইউনিটির উদ্যোগে কেয়ার জেনারেল হাসপাল এন্ড ডায়াগন্টিক সেন্টারের সহযোগিতায় ফ্রি মেডিকেল, ব্লাড ক্যাম্পিইন ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে আদমপুর বেগম আম্বর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আদমপুর সমাজ উন্নয়ন ও সেবা রক্তদান ইউনিটির উপদেষ্টা মো. বেলায়ত হোসেন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ইষ্টার্ন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল ফয়সাল। সংগঠনের সাধারণ সম্পাদক আবু নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, মো. গোলাপ মিয়া, মো. খুরশেদ মিয়া, ইউনিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, মসূয়া ইউপি সদস্য জহিরুল ইসলাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা সিরাজুল ইসলাম, মো. মস্তুফা কামাল, মো. বকুল মিয়া, মো. শ্যামল মিয়া, আদমপুর জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসোইন, মেসবাউল হক লিটন, জামাল উদ্দিন, মোবারক হোসেন টিটু, মো. নাসির উদ্দিন, ল্যাব সহকারী জান্নাতুল মাওয়া, জুনায়েদ ইসলাম বাশার প্রমুখ।