logo

কটিয়াদীতে প্রথম করোনা রোগী সনাক্ত করোনারোগীকে সেবা দিয়ে আক্রান্ত হলেন ব্রাদার

ফ.হ জোয়ারদার আলমগীরঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের এক ব্রাদার (সেবক) করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কোভিড-১৯ পজেটিভ করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন।
উপজেলা সদরের জনৈক পুস্তক ব্যবসায়ীর পুত্র ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ব্রাদার। তিনি করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে সেবা দিয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে করিমগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন একজন ব্যবসায়ীর মৃত্যুর পর ঐ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তর ও নার্সসহ দুজন করোনা ভাইরাসে সংক্রমিত হন। এতে হাসপাতালটি লকডাউন করে কর্মরতদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। গত মঙ্গলবার তিনি কটিয়াদী পূর্বপাড়া মহল্লার দারগাহ জামে মসজিদ সংলগ্ন বাসায় আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কটিয়াদী থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। কটিয়াদীতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার মোছা.আকতারুন নেছা বলেন, আক্রান্ত ব্যক্তির বসবাসরত বাড়ি এবং সামনের রাস্তাটি লোকচলাচল সীমিত করা হয়েছে। তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হবে। আক্রান্ত ব্যক্তিকে আপাতত তার নিজ বাসায় রাখা হয়েছে। অবস্থা বিবেচনা করে তাকে কিশোরগঞ্জ অথবা ঢাকায় পাঠানো হবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে