মাসুম পাঠান
“পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” স্লোগানটি সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আইইএম ইউনিটির আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তাবায়নে বুধবার দুপুরের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোস্তাকুর রহমান। বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভিরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রাহমান রুবেল, স্যানিটারি ইন্সপেক্টর মো. সজিম উদ্দিন, জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল হক, এফপিআই মো. হাবিবুর রহমান, সিএইচসিপি শমিরুল ইসলাম সাইফুল প্রমুখ
কটিয়াদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত
প্রকাশ : Dec 11, 2019 | Comments Off on কটিয়াদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত
