কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে সাইফুল ইসলাম বগু মিয়া (৬৫) নামের মসজিদ কমিটির সভাপতিকে মাথায় আঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা । ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধায় উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদি নয়াপড়া গ্রামে। নিহত সাইফুল ইসলাম কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদি নয়াপড়া গ্রামের মৃত হাজী আহাদ আলীর পুত্র।
এলাকাবাসী জানান, ঘটনার দিন সকাল বেলা বগু মিয়ার বসতভিটার উপর দিয়ে যাওয়া নিয়ে দুই ভাই নবী হোসেন ও আলী হোসেনের সাথে নিহত বগু মিয়ার তর্কবিতর্ক হয়। শুক্রবার বিকালে দুই ভাই পরিকল্পিতভাবে বগু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে হত্যাকান্ডটি ঘটান। হত্যাকান্ডে জড়িত থাকা একই গ্রামের রেলের সাবেক কর্মচারী খলিলের পুত্র নবী হোসেন ও আলী হোসেনের নেতৃত্বে আফজল,কামাল,শহিদ মিয়া, হুমায়ুন, সফিকুল ইসলাম, এমরানসহ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরই ঘাতকরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।