রফিকুল হায়দার টিটু
কিশোরগঞর কটিয়াদীতে পৌর এলাকার ভাংনাদি গ্রামের বিলের পাড় থেকে এক নবজাতকের ক্ষত বিক্ষত ছেলে শিশুর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ময়না তদন্ত ও ডিএনএ টেস্টের আলামত সংগ্রহের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে মৃতদেহটি প্রেরণ করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার এস আই ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জনান, বৃহস্পতিবার রাতে ভাংনাদি গ্রামের নয়ন মিয়া মাছ ধরার জন্য বিলে যাওয়ার সময় পাড়ে একটি শিশুর মৃতদেহ দেখে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ রাত দশটার দিকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিয়াল বা কুকুরের আক্রমণে ক্ষত বিক্ষত শিশুর লাশটি উদ্ধার করে ময়না তদন্ত ও ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ করতে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত শিশুর মৃতদেহটি বুধবার সকালে কটিয়াদী রেঁনেসা ডায়াগনষ্টি এন্ড হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতকের লাশ কি না তা নির্ণয়নের জন্য ডিএনএ টেস্ট করার জন্য আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
কটিয়াদীতে নবজাতকের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার, হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সন্দেহে ডিএনএ টেস্টের আলামত সংগ্রহ
প্রকাশ : Nov 29, 2019 | Comments Off on কটিয়াদীতে নবজাতকের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার, হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সন্দেহে ডিএনএ টেস্টের আলামত সংগ্রহ
