ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জনসহ মোট ৯২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এদের মধ্যে একজন ব্যাংক কর্মী, ১ জন কিশোর, ১ জন কিশোরী, ২ জন যুবক ও ৮০ বছরের ১ জন বৃদ্ধ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেলে কটিয়াদী উপজেলা হাসপাতাল সূত্র ঘটনাপ্রবাহকে এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন করোনা মুক্তরা হলেন, কটিয়াদী ইসলামী ব্যাংকের মোঃ শহীদুল ইসলাম (৩৫), সাভার জেলার আশুলিয়ার অরুণ কুমার বিশ্বাস(৪৪), কটিয়াদী উপজেলার বৈরাগীরচর গ্রামের রুভেল মিয়া (৩৬), কটিয়াদী পূর্বপাড়া মহল্লার মোঃ শামীম(১৫) ও বৃদ্ধ ওসমান গণি (৮০) এবং উপজেলার চর নোয়াকান্দি গ্রামের মোছাঃ নুসরাত জাহান (২৬)। এ নিয়ে উপজেলায় ১৩ জন স্বাস্থ্যকর্মীসহ সর্বমোট ৯২ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, আজ (১৮ জুলাই) পর্যন্ত কটিয়াদী উপজেলায় সর্বমোট ১০৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে করগাঁও ইউনিয়নের তরুণ ভূইয়া নামে একজন মৃত ব্যক্তিও রয়েছে।
কটিয়াদীতে নতুন ৬ জনসহ ৯২ জন করোনা মুক্ত
প্রকাশ : Jul 18, 2020 | Comments Off on কটিয়াদীতে নতুন ৬ জনসহ ৯২ জন করোনা মুক্ত
