ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন সুস্থ এবং ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ জন যুবক ও ২ জন পুরুষ রয়েছেন। গত মঙ্গলবার(৭ জুলাই) রাতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেছে।
নতুন সুস্থ ৩ জন হলেন, জালালপুর ইউনিয়নের আব্দুল কদ্দুছ (৪২), কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লার আব্দুর রাহিম(২৪) ও সারোয়ার জাহান (৬০) নামে ১ জন পুরুষ। এ নিয়ে উপজেলায় সর্বমোট সুস্থ হলেন ৬০ জন।
এদিকে গত ৬ জুলাই পাঠানো নমুনা রিপোর্টে নতুন করে ৩ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩ জন হলেন, লোহাজুরী ইউনিয়নের লোহাজুরী গ্রামের ১ জন পুরুষ ও সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটার ন্যাশনাল ব্যাংকের ২ জন কর্মী। এ নিয়ে উপজেলায় করোনাক্রান্ত ১০০ ছাড়িয়ে ১০১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১ জন মৃত ব্যক্তি রয়েছে।