logo

কটিয়াদীতে তারাবী নামাজ শেষে বাসায় ফেরার পথে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার চেষ্টা

মাসুম পাঠান,  কিশোরগঞ্জ  প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে তারাবী নামাজ শেষে বাসায় ফেরার পথে আব্দুর রহিম রাজন (২৮) নামে এক যুবককে শরীরে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
আগুনে দগ্ধ আব্দুর রহিম রাজন উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ জালালপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলা সদরে সাব রেজিষ্টারের কার্যালয় সংলগ্ন সড়কে। রাজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় রোববার রাতে কটিয়াদী বাজার দরগা জামে মসজিদ থেকে তারাবী নামাজ পড়ে বাসায় ফেরার পথে রাত সাড়ে দশটার দিকে  সাব-রেজিষ্টারের কার্যালয় সংলগ্ন রাস্তায় অজ্ঞাতনামা চার পাঁচজন  লোক পিছন দিক থেকে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।রাজনের সমগ্র শরীরে আগুন ছড়িয়ে পড়লে  বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়ে গিয়ে ড্রেনে পড়ে ময়না পানিতে গড়াগড়ি দিয়ে  আগুন নিবাইতে সক্ষম হয় । বিষয়টি দেখে  পথচারীগণ ছুটে এসে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।  রাজনের মামা মো. নয়ন মিয়া জানান  আগুনে তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে।  কি কারনে কে বা কারা রাজনকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল তা আমরা জানিনা।  আমরা অপরাধীদের শাস্তি চাই। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শামীম মিয়া জানান রাজনের শরীরে পেট্রোল অথবা কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তার শরীরের ২০ শতাংশের ও বেশী পুড়ে গেছে।
কটিয়াদী মডেল থানার  পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান রাজনের শরীরে আগুন দেওয়ার কথা শুনে সাথে সাথেই আমরা হাসপাতালে ছুটে যায়। রাতেই রাজনকে চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে