মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে । দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন্নেছার সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোস্তাকুর রহমান, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীস ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা মইনুর রহমান মনির, কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী খাঁন, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিরিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কটিয়াদী বাজার বনিক সমিতিরি আহবায়ক গোলাম মস্তোফা প্রমুখ।