কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে গচিহাটা রেলক্রসিং এর নিকটে ট্রেনে কাটাপড়ে এক অজ্ঞাত বৃদ্ধ(৭০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে রেলস্টেশনের সন্নিকটে গচিহাটা বাজারের রেলক্রসিং থেকে ২০গজ দূরে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকাগামী এগারসিন্ধু গোধূলী ট্রেনটি গচিহাটা রেলস্টেশন ছেড়ে আসার পর বাজারের রেলক্রসিং এর নিকট লোকটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লোকটির পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে গেটম্যান গিয়াস উদ্দিন মুঠোফোনে জানান, তিনি ছুটিতে আছেন। বিশেষ কাজে ঢাকাতে অবস্থান করছেন। স্টেশন মাস্টার প্রমোত দাসের মুঠোফোনটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
কটিয়াদীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত
প্রকাশ : May 20, 2019 | Comments Off on কটিয়াদীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত
