কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে টিভিএস মোটরসাইকেল শোরুম উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে নুর জামান মটরসে টিভিএসের শোরুম উদ্বোধন করেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান, বাজাজ শোরুমের সত্বাধিকারী ও কটিয়াদী পৌর মেয়র প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক, টিভিএস অটো বাংলার ময়মনসিংহের রিজিওনাল ম্যানেজার মো. সাব্বির হোসেন, নুর জামান মটরসের সত্বাধিকারী নুরুজ্জামান মামুন, কটিয়াদী উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান মান্না, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের প্রমুখ।