logo

কটিয়াদীতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

মাসুম পাঠান স্টাফ রিপোর্টার.
কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে শনিবার কটিয়াদী পাইলট মডেল  উচ্চ বিদ্যালয়ে  সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র দূরীকরণে সরকারের সাফল্য নিয়ে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো: শামছুল হক। তিনি কটিয়াদী উপজেলায় অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের  এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। গণমাধ্যম কর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রিয় লাল রায় (সংবাদ), ফজলুল হক জোয়ারদার আলমগীর (যুগান্তর), মো:আমিনুল ইসলাম(ভোরের ডাক) ব্রজগোপাল বণিক (ইত্তেফাক) রফিকুল হায়দার টিটু(মানবজমিন), সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত (সমকাল), ফখর উদ্দিন ইমরান, (নয়াদিগন্ত) মোবারক হোসেন (সংগ্রাম) মাইনুল হক মেনু (দিনকাল)মাসুম বিল্লাহ তাহের (অনলাইন)।  এছাড়া রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে