logo

কটিয়াদীতে জিপিএ-৫ পেয়েছে ৯৫জন

মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এবারের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় ৯৫ জন জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে জানা যায়, কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৩৭ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে শীর্ষে রয়েছে। তাছাড়া কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ শাখায় ১৩জন, ভোকেশনাল ৩জন, গচিহাটা পল্লী  একাডেমী থেকে ৭ জন, মসূয়া উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, আবুল ফজল উচ্চ বিদ্যালয় থেকে ৫জন, জালালপুর ইউনিয়ন  উচ্চ বিদ্যালয় থেকে ৪জন, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ থেকে ৪জন, তাহেরা নূর স্কুল এন্ড কলেজ থেকে ৩জন, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৩জন, আচমিতা জর্জ ইন্সটিটিশান থেকে ২জন, বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয় থেকে ২জন, বেতাল বহুমুখি উচ্চ বিদ্যালয় থেকে ২জন, হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১জন, ঝাকালিয়া বালিকা বিদ্যালয় থেকে ১জন ও হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ শাখায় ১জন, ভোকেশনাল ১জন, মুন্সি  আ: হেকিম কারিগরি মহা বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ১জন। মোট ৯৫জন এবারের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। উপজেলার কোন মাদ্রাসা থেকেই জিপিএ-৫ পায়নি।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে