মাসুম পাঠান কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী বাজার থেকে অপহৃত কলেজ ছাত্র জুয়েলকে এলাকাবাসী ও পুলিশ উপজেলার কামারকোনা নামক স্থান হতে উদ্ধার ও কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে। এ সময় অপহরণকারীদের মধ্য হতে শামীম কে আটক করেছে পুলিশ।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে কটিয়াদী কলেজের ২য় বর্ষের ছাত্র জুয়েল (১৮) কে অগ্রনী ব্যাংকের সামনের রাস্তা থেকে প্রকাশ্যে একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। সংবাদ পেয়ে পৌর মেয়র শওকত উসমান, কাউন্সিলর জয়নাল আবেদীন, পুলিশ ও এলাকাবাসী রাত ১০টার দিকে কামারকোনা নামক স্থানে অপহরণকারীদের ধাওয়া করে জুয়েলকে উদ্ধার করে। এ সময় শামীম (৩০) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অন্যান্যরা পালিয়ে যায়। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। এ ব্যাপারে রোববার জুয়েলের পিতা মইনুদ্দিন বাদী হয়ে ৯জনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। কটিয়াদী থানার ওসি আহসান উল্লাহ বলেন, প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে তারই প্রতিপক্ষরা এ ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কটিয়াদীতে জনতার সহায়তায় অপহৃত কলেজ ছাত্র উদ্ধার আটক ১
প্রকাশ : Jan 29, 2017 | Comments Off on কটিয়াদীতে জনতার সহায়তায় অপহৃত কলেজ ছাত্র উদ্ধার আটক ১