logo

কটিয়াদীতে চুরি করতে এসে ধরা পড়ল সংঘবদ্ধ ৮ নারী!

কটিয়াদী (কিশোেরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে চেইন চুরির সময় মহিলা সংঘবদ্ধ চোর চক্রের ৮ সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।

বুধবার (২৬ মে) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় তাদেরকে আটক করা হয়। পরে স্থানীয়রা সংঘবদ্ধ মহিলা চোর চক্রের সদস্যদের পুলিশের হাতে সোপর্দ করে।

আটককৃতরা হলেন, বি.বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডর এলাকার মোছা : মুসলিমা আক্তার (২২), একই গ্রামের আলামা আক্তার (৩৫), মোছা. করম চাঁন (২০), জরিনা বেগম (৪০), সুমা (২৫), ফারজানা আক্তার (২১), রাবেয়া আক্তার (৩৬), নূর জাহান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে কটিয়াদী সরকারি কলেজ রোড থেকে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন আকলিমা ও তার মা সুলেহা। পরে উপজেলা মোড় থেকে ৮ জন সংঘবদ্ধ নারী যাত্রী সেজে অটোরিক্সায় উঠে। কিছুক্ষণের মধ্য চোর চক্রের সক্রিয় সদস্য সুমা আক্তার আকলিমার স্বর্ণের চেইন চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে। এসময় চোর চক্রের সদস্যরা পালাতে চাইলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তাদেরকে কিশোরগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হবে।’

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে