logo

কটিয়াদীতে চাঞ্চল্যকর ছেলের হাতে মুক্তিযোদ্ধা পিতা হত্যা মামলার চার্জশিট প্রদান

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে বহুল আলোচিত চাঞ্চল্যকর ছেলের নির্মম প্রহারে বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক মানিক হত্যা মামলার চার্জশিট প্রদান করেছেন কটিয়াদী মডেল থানা পুলিশ।
জানা যায়, পৌরসদরের কটিয়াদী পশ্চিমপাড়ার ধনাঢ্য ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা মীর এমদাদুল কবীর মানিক তার একমাত্র পুত্র মাদকাসক্ত আনোয়ারুল কবীর জন দিন দিন বেপরোয়া হয়ে উঠার কারণে তাঁর যাবতীয় সম্পদ স্ত্রী নূরুন্নাহার হেনা, নাতনী হুজাইফা ও হুমাইরার নামে রেজিস্ট্রি দলিল করে দিলে মাদকাসক্ত পুত্র জন ৯ মার্চ-২০১৬ তারিখে ভোর ৪টায় পিতাকে ঘরের মধ্যে জিম্মি করে সকাল ৯:৩০টা পর্যন্ত লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত মুক্তিযোদ্ধা মানিককে জিম্মিদশা থেকে উদ্ধার করতে গিয়ে কটিয়াদী মডেল থানার ৪ পুলিশ অফিসার ও কনস্টেবল মারাতœকভাবে আহত হন। ঘটনাটি প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ ও হাজার হাজার লোকজন স্বচোখে অবলোকন এবং শত চেষ্টা করেও মাদকাসক্ত ছেলের হাত থেকে পিতাকে শেষ রা করতে পারেনি। এ ঘটনায় নিহতের শ্যালক সারোয়ার মারুয়া বাদী হয়ে পিতা হত্যাকারী ভাগ্নে আনোয়ারুল কবীর জন(৩৮)কে আসামী করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৯, তারিখ-মার্চ ০৯,২০১৬। ঘটনাটি তদন্ত শেষে ৪মাস ১৯ দিন পর কটিয়াদী মডেল থানার অভিযোগপত্র নং ১৪৪, তারিখ জুলাই ২১,২০১৬ ধারা ৩৪২, ৪৪৭, ৪৪৮, ৩০২, ৩৩২, ৩৫৩ ও ৪২৭ দন্ডবিধি মোতাবেক জুলাই ২৮,২০১৬ তারিখে মামলাল একমাত্র আসামী আনোয়ারুল কবীর জনকে দোষি সাব্যস্থ করে কিশোরগঞ্জ বিচারিক আদালতে চার্জশিট(অভিযোগপত্র) দাখিল করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন বলেন, বিবাদী আনোয়ারুল কবীর জন সম্পদ পাওয়ার লোভে ঠান্ডা মাথায় মুক্তিযোদ্ধা পিতাকে পিটিয়ে হত্যা করে। এ নারকীয় দৃশ্য হাজার হাজার লোকজন দেখেছে। আমি আশাবাদী বাদী তাঁর অভিযোগের সুবিচার পাবেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে