কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার মুমুরদিয়া সরকারী প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে ঘোড়দৌড় দেখার জন্য ভিড় জমান হাজার হাজার দর্শনার্থীরা।
মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নুর মোহাম্মদ এমপি। বিষেশ অতিথি ছিলেন ওসি এম এ জলিল, ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক শারফুল কাদের মনি, সাবেক ইউপি চেয়ারম্যান ছেনু মিয়া, উপজেলা কৃষকলীগের যগ্ম আহবায়ক জাকির হোসেন জুয়েল, হাবিবুর রহমান সেলিম, ফজলুর রহমান প্রমুখ।
বেলা তিনটার পর শুরু হয় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়াগুলো নিয়ে এসেছিলেন শৌখিন ঘোড়াপ্রেমিকেরা। তাঁরা শুধু প্রতিযোগিতার জন্যই ঘোড়া পোষেন। ঘোড়া নিয়ে ছুটে যান যেখানেই খেলা হয়, সেখানে। প্রতিযোগিতায় ২২টি ঘোড়া অংশ নেয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় টাঙ্গাইলের আবুল ডাইভারের ঘোড়া প্রথম, হবিগঞ্জের মিরাজ মিয়ার ঘোড়া দ্বিতীয় ও সিলেটের মামু ভাগিনার ঘোড়া তৃতীয় হয়েছে।