মাসুম পাঠানঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষুদ্র পরিসরে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হক প্রমুখ।
কটিয়াদী উপজেলায় ৯০০ জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমি চাষের জন্য ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হবে। আউশের উৎপদন বৃদ্ধি করা ও আউশ মৌসুম জনপ্রিয় করণের জন্য এই প্রণোদনা কার্যক্রম। আগামী আউশ মৌসুমে প্রায় ৪০০০ হেঃ জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।
কটিয়াদীতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
প্রকাশ : Apr 08, 2020 | Comments Off on কটিয়াদীতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
