logo

কটিয়াদীতে ক্লিনিক পরিদর্শন করতে এসে ভুয়া মেডিকেল অফিসার শ্রীঘরে

নিজস্ব প্রতিবেদক। ঘটনাপ্রবাহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে আশরাফুল ইসলাম সোহাগ (৩৪) নামে এক ভুয়া মেডিকেল অফিসার ক্লিনিক পরিদর্শন করতে এসে আটক হয়েছেন। আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার পৌরসভার হারুয়া মহল্লার মৃত মো. আকতারুজ্জামানের পুত্র। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে কটিয়াদী বাজারে কেয়ার ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপী সেন্টার পরিদর্শন করতে আসলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
কেয়ার ডায়াগনস্টিকের পরিচালক রিয়াদ হোসেন ঘটনাপ্রবাহকে জানান আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে আশরাফুল ইসলাম সোহাগ নামে এক ব্যক্তি নিজেকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার হিসাবে পরিচয় দিয়ে আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করতে এসেছেন বলে জানান। তার কথাবার্তায় আমাদের সন্দেহ হলে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে ফোন করে কোন মেডিকেল অফিসার প্রেরণ করেছেন কিনা জানতে চাইলে তারা জানান কোন পরিদর্শন টিম কটিয়াদীতে পাঠাননি। বিষয়টি জানার পর কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. তানভীর হাসানকে জানালে তিনি এসে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি কোন মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন, কততম বিসিএসএ’র ক্যাডার ও কোন মেডিকেল কর্মরত আছেন এসব বিষয়ে জানতে চাইলে তার অসংলগ্ন কথায় ভুয়া মেডিকেল অফিসার বলে প্রমানীত হন। এ ঘটনাটি কটিয়াদী মডেল থানায় অবহিত করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান ঘটনাপ্রবাহকে জানান আশরাফুল ইসলাম নামে একজন কটিয়াদীতে ক্লিনিক পরিদর্শন করতে আসলে তিনি ভুয়া মেডিকেল অফিসার প্রমানীত হওয়ায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে